• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

সম্পর্কের ‘ইতি’ হতে পারে ‘ইতিবাচক’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৫:৫১ পিএম
সম্পর্কের ‘ইতি’ হতে পারে ‘ইতিবাচক’

বিচ্ছেদ মানেই বিষন্নতা, তিক্ততা। বিবাহবিচ্ছেদ হোক বা প্রেমের বিচ্ছেদ কোনোটাই আনন্দের নয়। বিচ্ছেদের পর সেই প্রিয়জনই হয়ে যায় চোখের কাটা। প্রিয়জনের ভালোলাগার সবকিছুই তখন তিক্ত মনে হয়। এরপরই শুরু হয় মানসিক অশান্তি। একে অপরের প্রতি জমতে থাকে হাজারো অভিযোগ। সমাজের চোখে অন্যকে নিচু দেখাতে একবারও ভাবেন না। বরং নিজের দোষগুলো তখন ছাপিয়েই যান সবার কাছেই। অধিকাংশক্ষেত্রেই বিচ্ছেদ বা সম্পর্কের ইতি হয়ে এভাবেই। তবে ডিজিটাল যুগে ব্যতিক্রমও রয়েছে। এখন অনেকেই বেশ সমঝোতার মধ্যেই সম্পর্কের ইতি টানেন। এমনকি বন্ধুত্ব সম্পর্কও রাখেন।

সম্প্রতি এমনই এক ঘটনায় চোখ পড়েছে নেটিজেনদের। যেখানে দেখা মিলেছে আদর্শ বিবাহবিচ্ছেদের। এক দম্পতির তাদের “সুন্দরতম বিবাহবিচ্ছেদ”করেছেন। কারণ সেই বিচ্ছেদের পর ছিল না কাঁদা ছুরাছুরি। বরং স্ত্রীর আর্থিক নিরাপত্তা দিয়েই সম্পর্কের ইতি টেনেছেন স্বামী। ভারতের সাবেক ওই দম্পতির নারীবন্ধু শ্রুতি চতুর্বেদী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘বিয়ের ২৬ বছর পর আমার দুই বন্ধুর বিবাহবিচ্ছেদ হয়েছে। আর এটি আমার দেখা “সুন্দরতম বিবাহবিচ্ছেদ”।

ওই বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘ পোস্ট করেন শ্রুতি। যেখানে তিনি সাবেক দম্পতির প্রশংসা করেছেন। তিনি লিখেন, “বিয়ের পর ঘরের দেখভাল করার জন্য চাকরি ছেড়ে দেন স্ত্রী। তাই  বিবাহবিচ্ছেদের সময় স্ত্রীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করেছেন স্বামী। পছন্দমতো একটি বাড়ি উপহার দিয়েছেন স্ত্রীকে। পাশাপাশি মাসিক খরচের জন্য বেশ কয়েকটি স্থায়ী সঞ্চয়পত্র, বন্ড এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য স্বর্ণ, জমি, দামি স্বাস্থ্যবিমাও করে দিয়েছেন স্বামী। এই সবকিছুতেই বিন্দুমাত্র অসুন্দর ছিল না। সম্পর্কের ইতি টানলেও স্ত্রীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।“

“দীর্ঘ সময় পর বিবাহবিচ্ছেদে গেলেও নিজেদের মধ্যে গালমন্দ তো দূরে থাক, দুজনের কেউই অন্যজনের সম্পর্কে নেতিবাচক কথাও বলেননি। অন্যদের কাছ থেকেও সাবেক সম্পর্কে কটু কথা শুনতে রাজি নন দুজনের কেউ। এসবই ‘আদর্শ বিচ্ছেদ’এর চিত্র।“

এতোটা যত্নশীল আর সমঝোতার পরও কেন বিচ্ছেদ হচ্ছে-এমন প্রশ্নের জবাবে শ্রুতি লিখেন-‘আত্মিক দূরত্ব তৈরি হওয়ায় তাঁরা দুজনেই নিজেদের জীবনকে নিজেদের মতো এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।‘

এই ঘটনা শুনে প্রশংসায় ভাসছেন সেই সাবেক দম্পতি। একজন মন্তব্যে লিখেছেন, ‘কীভাবে সৌন্দর্য ও সম্মানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করা যায়, সঙ্গীর ভালোমন্দ বিবেচনায় রেখে বিচ্ছেদের পরও আজীবন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায়—এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ঘটনাটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।“

বিচ্ছেদের এই ঘটনা দৃষ্টান্তমূলক দাবি করে শ্রুতি চতুর্বেদী লিখেছেন, ‘বিবাহবিচ্ছেদ করতে হলে এমনভাবে করুন, যাতে বিচ্ছেদের সৌন্দর্য দেখেও আশ্চর্য হয়ে যায় মানুষ।“

‘সুন্দরতম বিবাহবিচ্ছেদ’-এর এই ঘটনা নেটিজেনদের নজর কেড়েছে। তবে বর্তমান সময়ে সেলিব্রিটিরাও এমন সমঝোতার বিবাহবিচ্ছেদে খুশি রয়েছেন। দেশের ছোটপর্দার অনেক অভিনেতা অভিনেত্রী নিজেদের সম্পর্কের ইতি টেনেছেন ইতিবাচকভাবেই। এমনকি বলিউড পাড়ায়ও অনেক সেলিব্রিটিকে দেখা যায় বিচ্ছেদের পরও বন্ধুর মতোই পাশে রয়েছেন। তাই সম্পর্কের ইতি নেতিবাচক না হয়ে ইতিবাচক হওয়াই বাঞ্চনীয়।

 

সূত্র: এনডিটিভি

Link copied!