• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

সময় এখন ‘কেডস’-এর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৩:৩০ পিএম
সময় এখন ‘কেডস’-এর

শীতকাল মানেই যেনো ফ্যাশনের নানান রকমফের। এই সময়ে পোশাকে যোগ হয় ভিন্ন মাত্রা। গরম পশমী কাপড় ছাড়াও রয়েছে জুতার নানান স্টাইল। রুচিশীল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে মাথায় রাখতে হবে আরামের চিন্তাও। শীতে আরামদায়ক জুতা হিসেবে কেডসের জুড়ি মেলা ভার।

শুধু শীত তাড়াতেই নয়, ফ্যাশনে এক অন্যতম অনুষঙ্গ হয়ে উঠছে কেডস। পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে কেডস পরা যায় অনায়াসেই। তবে বাঙালিয়ানা সাজপোশাকেও কিন্তু কেডস কম যায় না। নতুন ট্রেন্ড হিসেবে কনেরা তাদের সাজপোশাকের অন্যতম অনুষঙ্গ হিসেবে কেডস বেছে নিচ্ছেন।

বিয়ের সজ্জাতে কেডস
হাই হিলের বদলে এখন অনেক কনেই বেছে নিচ্ছেন আরামদায়ক কেডস। বিয়ের অনুষ্ঠানে সারাদিন কনেকে বসে থাকতে হয়। তাই এই শীতে পা দুটিকে গরম রাখতে আপনিও বেছে নিতে পারেন কেডস।

ঘরোয়া পার্টিতে কেডস
জমকালো সাজপোশাকের সঙ্গেও পরতে পারেন কেডস। বাড়িতে পার্টি হচ্ছে। অনেক অতিথির আগমনে আপনার সাচ্ছন্দ্যের অংশ হগতে পারে কেডস।

গায়ে হলুদে পরে পারেন কেডস
বর্তমানে ফ্যাশনের নতুন মাত্রা যোগ করেছে কেডস। এখন হাতে আঁকা দারুণ কেডস বাজারে পাওয়া যায়। খুব সহজে বাজেটের মধ্যে কিনে ফেলতে পারেন কনের পায়ের জুতা। হলুদের দিন কনের পায়ের এই জুতা তাকে আরও বেশি অনন্য করে তুলবে।

সুতি শাড়িতে কেডস
কর্মজীবী অনেক নারীকে শাড়ি পরেই সারাদিন বাইরে থাকতে হয়। দৌঁড়াতে হয় বাসে-বাইকে-রিকশায়। তাই আরামদায়ক জুতা হিসেবে এই শীতে আপনার পছন্দ হতে পারে কেডস। শীতে সারা দিন ঘুরে বেড়াতে কেডসের কোনো বিকল্প নেই। দেশি সুতি শাড়িতেও মানিয়ে যায় বেশ।

 

 

Link copied!