• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি যেভাবে ব্যবহার করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ১০:৩২ এএম
ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি যেভাবে ব্যবহার করবেন

শীত আসতে আরও অল্প কিছুদিন বাকি থাকলেও, এখন থেকেই বোঝা যাচ্ছে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করেছে। টান পড়ছে ত্বক, ঠোঁটে। এই সময় নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। চলুন জেনে নিই-

ত্বক ময়েশ্চারাইজ করার জন্য
ত্বক পরিষ্কার করার পরে অল্প পরিমাণে পেট্রোলিয়াম জেলি আঙুলে নিয়ে ত্বকে আলতো করে লাগান। এটি একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে ত্বকে যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বক থাকে নরম ও কোমল।

ফাটা ঠোঁটের যত্নে 
ফাটা ঠোঁটের ঝটপট সমাধান দিতে পারে উপকারী পেট্রোলিয়াম জেলি। এক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন ত্বকে। ঠোঁটের শুষ্কতা দূর হবে।

হাত ও পায়ের যত্নে
শীতে হাত ও পায়ের ত্বকও হয়ে পড়ে রুক্ষ। রাতে ঘুমানোর আগে হাত এবং পায়ে পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন। পায়ে মোজা পরে নিতে পারেন। পেট্রোলিয়াম জেলির সঙ্গে সামান্য গ্লিসারিন মিশিয়ে ম্যাসাজ করুন গোড়ালিতে। ফাটবে না গোড়ালি।

Link copied!