• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

কম সময়ে যেভাবে করবেন ঈদের মেকআপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৩:০৪ পিএম
কম সময়ে যেভাবে করবেন ঈদের মেকআপ

বিভিন্ন কাজের চাপে সাজগোজ করা খুব কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে খুব কম সময়ে আপনি কীভাবে দিনের বেলার মেকআপ করবেন, চলুন দেখে নিই প্রক্রিয়াটি।

ফেস মেকআপ
 

  • মেকআপ শুরুর আগে আপনার পছন্দের একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিন। এরপর একটা স্ক্রাব নিয়ে মুখটাকে স্ক্রাবিং করতে হবে। এ ছাড়া লিপ স্ক্রাবিং করে নিয়ে লিপবাম লাগাতে পারেন। তারপর শিট মাস্ক লাগিয়ে ১৫ মিনিট রাখার পর তুলে ফেলতে হবে। এরপর ফেসে সিরাম ম্যাসাজ করে নিতে হবে। ধোয়ার প্রয়োজন নেই। আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাবেন।
  • স্কিনকে প্রিপেয়ার করার পর মেকআপের পালা। প্রথমে আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার লাগিয়ে নিন। আপনার ফেসে কোনো স্পট থাকলে সেগুলো হাইড করার জন্য পিচ/অরেঞ্জ কালারের কন্সিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন।
  • দিনের বেলার মেকআপের জন্য ফাউন্ডেশনের বদলে নিয়ে নেবেন ২টা শেইডের ফুল কভারেজ কন্সিলার। কন্সিলার ব্যবহার করলে মেকআপটা খুব বেশি ভারী লাগবে না। কন্সিলার ব্রাশ অথবা ড্যাম্প মেকাপ স্পঞ্জের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
  • এবার একটা ফেস পাউডার এবং পাউডার ব্রাশের সাহায্যে পুরো মেকআপটা সেট করে নিন।
  • আপনার ফেস যদি একটু গোলাকৃতির হয় তবে কনট্যুরিং করে নিতে পারেন। তবে ফেসের ফিচার স্কিনি হলে কনট্যুরিংয়ের দরকার নেই।
  • দিনের বেলায় যে পার্টটি একদমই স্কিপ করবেন না, তা হলো ব্লাশ। কারণ, দিনের বেলায় ব্লাশ ফেসে একটা গ্লো ক্রিয়েট করে। একটা ব্লাশ ব্রাশের সাহায্যে চিকসের ওপর লাগিয়ে ব্লেন্ড করে নিন। খুবই ন্যাচারাল লুক আসবে। 
  • দিনের বেলা চাইলে আপনি পাউডার হাইলাইটার না-ও লাগাতে পারেন।

আই মেকআপ
 

  • আই মেকআপের শুরুতে ভ্রুগুলো এঁকে নিন ন্যাচারালভাবে। একটা ভ্রু-জেল দিয়ে ভ্রু সেট করে নিন। হাতে সময় থাকলে একটা কন্সিলার দিয়ে ভ্রুর চারপাশে লাগিয়ে ডিফাইন করে নিতে পারেন।
  • ফেস মেকআপের সময় যেহেতু চোখের পাতায় কন্সিলার লাগিয়ে পাউডার দিয়ে সেট করেছেনই। তাহলে আই মেকআপের সময়ে আই প্রাইমার লাগানোর কোনো প্রয়োজন নেই। আইশ্যাডো হিসেবে দিনের বেলায় বেছে নিন পিংক, ব্রাউন, কোরাল, অরেঞ্জ, ইয়েলো, মভ, পিচ, শ্যাম্পেইন, রোজ গোল্ড, গোল্ডেন, সিলভার ইত্যাদি কালার।
  • চোখে চিকন করে উইংড লাইনিং করে নিতে পারেন। আবার না চাইলে শুধু মাসকারা-ও লাগাতে পারেন। তবে মাসকারা বাদ দেওয়া যাবে না। দিনের বেলা ফলস আইল্যাশ বাদ দেওয়াই ভালো।

 

লিপস্টিক

  • দিনের বেলায় বেছে নিন পিংক, ন্যুড, ব্রাউন, কোরাল, পিচ, অরেঞ্জিস ব্রাউন, পিংকিস ব্রাউন, মভ ইত্যাদি কালার। এগুলো দিনের লুকের সঙ্গে বেশ মানিয়ে যাবে।

সবশেষে যেটির কথা না বললেই নয়, তা হলো মেকআপ সেটিং স্প্রে। সারা দিন মেকআপ ধরে রাখতে মেকআপ-এর পাউডারি ফিনিশিং দূর করতে পুরো ফেস এ মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করে নিন। এইভাবে মেকআপ করুন। সারা দিনে কোনো চিন্তা ছাড়াই ঈদের আনন্দ করতে পারবেন।

Link copied!