• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০২:১৩ পিএম
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান শুরু

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সরকারি উদ্যোগে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানটি বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে কিছুটা দেরিতে শুরু হয়।

শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে একে একে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পী, ব্যান্ড ও বিভিন্ন শিল্পীগোষ্ঠী।

আয়োজনে আরও যা থাকছে
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে থাকবে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনার পর পরিবেশন করা হবে টং-এর গান। এরপর পর্যায়ক্রমে থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদের পরিবেশনা, তাশফির গান।

তারপর থাকবে চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, ওয়ারফেজ এর পরিবেশনা।

এরপর শুরু হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ। তাপর বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর, পারশার পরিবেশনা। পর্যায়ক্রমে এলিটা করিমের গান ও স্পেশাল ড্রোন ড্রামা ইত্যাদি। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

এই আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন জানিয়ে আয়োজকরা বলছেন, এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।

Link copied!