মন্ডপে মন্ডপে দেবী দর্শন, যাওয়ার আগেই প্রস্তুতি নিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৪:১৫ পিএম
মন্ডপে মন্ডপে দেবী দর্শন, যাওয়ার আগেই প্রস্তুতি নিন
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা হিন্দু সংস্কৃতির অন্যতম বৃহত্তম উৎসব। এই উৎসবের আনন্দে সবাই মেতে উঠে। বাড়িতে যেমন পূজার আয়োজন থাকে, তেমনই আয়োজন থাকে বাইরেও। নির্দিষ্ট এলাকাজুড়ে পূজার ছোট ছোট মন্ডপ তৈরি হয়। সেই মন্ডপ ঘুরে বেড়ানোই যেন পূজার মূল আনন্দ। ভক্তরা দেবী দূর্গার পূজা করতে মন্ডপে মন্ডপে ঘুরে বেড়ান। দিনব্যাপী পূজার মন্ডপে ঘুরে বেড়ায় সব বয়সী ভক্তরা। এমনকি রাতভর চলে মন্ডপ প্রদর্শন। এ যেন প্রতিটি ভক্তের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। তবে দীর্ঘসময় পূজা মণ্ডপ ঘুরার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ শরীর-স্বাস্থ্য ঠিক না থাকলে উৎসবটি উপভোগ করা যাবে না। তাই মন্ডপে যাওয়ার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করুন। যেন উৎসবটি উপভোগ্য এবং নিরাপদ হয়।

পোশাক নির্বাচন

দুর্গাপূজার সময় সবাই সুন্দর ও আকর্ষণীয় পোশাক পরতে পছন্দ করেন। তবে পোশাক বাছাই করার সময় কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। পূজা মণ্ডপে অনেক সময় হাঁটতে ও দাঁড়িয়ে থাকতে হয়। তাই আরামদায়ক পোশাক নির্বাচন করা গুরুত্বপূর্ণ। অনেকেই পূজার সময় শাড়ি, পাঞ্জাবি অথবা অন্যান্য ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করেন। এটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এই সময় আবহাওয়া সাধারণত গরম থাকে। তাই হালকা এবং শীতল কাপড় পরার চেষ্টা করুন যাতে আরাম বোধ হয়।

স্বাস্থ্য সুরক্ষা

মন্ডপে জনসমাগম থাকে। তাই সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকলে পূজা উৎসবটি আরও ভালোভাবে উপভোগ করা যাবে। জনসমাগমের জন্য মাস্ক ব্যবহার করতে পারে। মণ্ডপে ভিড়ে নিজে ও পরিবারের অন্যদেরকে মাস্ক পরাতে ভুলবেন না। মণ্ডপে অনেকের সঙ্গে দেখা হয়। হাত মেলাতে হয়। তাই স্যানিটাইজার সঙ্গে রাখুন। ভিড় থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পূজার আনন্দ উপভোগ করুন। সম্ভব হলে ভিড় এড়ানোর চেষ্টা করুন।

ভ্রমণ পরিকল্পনা

মণ্ডপে যাওয়ার জন্য আগেই একটি পরিকল্পনা করা উচিত। যাতে সময়মতো পৌঁছানো যায় এবং ভ্রমণের সময় কোনো ঝামেলা না হয়। পূজার সময় শহরের রাস্তাগুলোতে ভিড় বাড়ে এবং যানজট হতে পারে। তাই আগেই বের হয়ে যান যাতে দ্রুত সময়ে গন্তব্যে পৌছাতে পারেন। মণ্ডপের আশেপাশে পার্কিংয়ের ব্যবস্থা আগেই খোঁজ করে নিন। অনেক সময় মণ্ডপের কাছাকাছি পার্কিং পাওয়া কঠিন হতে পারে। তাই দূরবর্তী পার্কিংয়ের ব্যবস্থাও চিন্তা করে রাখতে পারেন। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন, বিশেষ করে রাতে। ভিড়ের মধ্যে রাস্তা পার হওয়া বিপদজনক হতে পারে।

অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র

মণ্ডপে যাওয়ার সময় কিছু জরুরি জিনিস সঙ্গে রাখা ভালো। যা আপনার যাত্রা এবং পূজার আনন্দকে আরও সহজ করবে। মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। তাই একটি পাওয়ার ব্যাংক নিয়ে যেতে ভুলবেন না। মণ্ডপের আশেপাশে অনেক দোকান থাকে, যেখানে আপনি প্রসাদ, খাবার, কিংবা স্মারক কিনতে পারেন। তাই কিছু নগদ টাকা ও কার্ড সঙ্গে রাখুন। কোনো জরুরি পরিস্থিতির জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় নিজের পরিচয়পত্র সঙ্গে রাখুন।

খাবার ও পানি

মণ্ডপে ঘোরাঘুরি এবং ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে আপনার শরীর ক্লান্ত হতে পারে। এজন্য আগে থেকে কিছু খাবার ও পানি সঙ্গে রাখুন। পর্যাপ্ত পানি পান করুন এবং সঙ্গে একটি বোতল নিয়ে যান যাতে আপনি পানি সংগ্রহ করতে পারেন। ভিড়ের মধ্যে বিশ্রাম নেওয়ার সময় হালকা খাবার খেতে পারেন, যেমন- চকলেট, বিস্কুট, বা ফল।

মানসিক প্রস্তুতি

পূজা মণ্ডপে যাওয়ার আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা উচিত। পূজা মানে শুধু দেবী দুর্গার আরাধনা নয়, বরং এটি সামাজিক মেলবন্ধনের একটি সুযোগ। পূজার সময় নিজের মনকে প্রফুল্ল রাখুন এবং আশেপাশের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। এই সময় মেলামেশা ও অন্যদের সঙ্গে  আনন্দ ভাগাভাগি করা পূজার আনন্দ আরও বাড়িয়ে তোলে। যদি বেশি ভিড় পছন্দ না করেন, তবে সকালে মণ্ডপে যাওয়ার চেষ্টা করুন। ওই সময় সাধারণত কম ভিড় থাকে।

ফটোগ্রাফি ও স্মৃতি সংরক্ষণ

দুর্গাপূজার সময় অনেকেই বিভিন্ন মণ্ডপে ছবি তুলতে পছন্দ করেন। এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য ক্যামেরা বা ভালো মানের মোবাইল ফোন সঙ্গে রাখা যেতে পারে। মণ্ডপে ছবি তোলার সময় মণ্ডপ কর্তৃপক্ষের নিয়ম মেনে চলুন এবং সবার সুবিধা বিবেচনা করে কাজ করুন। ফটো তোলার সময় অন্যদের বিরক্ত না করে নিজেদের ছবি তুলুন।

Link copied!