• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

যে বোতলে পানি খান নীতা আম্বানি, তার দাম জানেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৪, ০১:২০ পিএম
যে বোতলে পানি খান নীতা আম্বানি, তার দাম জানেন?
ছবি : সংগৃহীত

ভারতের অন্যতম ধনী মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি বিলাসবহুল জীবনযাপনের জন্য সবসময়ই আলোচিত।  ফ্যাশনিস্তাদের মধ্যে সবার ওপরে আসে তারই নাম। অভিনেত্রী, মডেলদের সাজগোজও তার সাজগোজের কাছে হার মানে। ক্রিকেটের মাঠ হোক কিংবা কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ছেলের বিয়ে হোক কিংবা রিল্যায়েন্সের কোনো করপোরেট অনুষ্ঠান— সব সময়ই নীতার সাজপোশাক হয় নজরকাড়া। পোশাকের পাশাপাশি ঘড়ি, ব্যাগ, জুতো নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে তিনি।

সম্প্রতি নীতা যেই পানির বোতল থেকে পানি খান, সেটা নজর কেড়েছে নেটাগরিকদের। এই বোতলটি যে-সে বোতল নয়, বিশ্বের সবচেয়ে দামি পানির বোতলেই পানি খান মুকেশপত্নী। বোতলটির নাম অ্যাকোয়া দি ক্রিস্টালো ট্রিবিউটো। শিল্পী ফারন্যান্ডো অ্যালটামিরানো এই বোতলটির নকশা করেছেন।

অ্যাকোয়া দি ক্রিস্টালো ট্রিবিউটো বোতলটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা। ৭৫০ মিলিলিটারের এই বোতলটি ২৪ ক্যারাট সোনা দিয়ে তৈরি। বোতলটি তৈরি করতে প্রায় ৫ গ্রাম সোনার ব্যবহার করা হয়। সোনা থাকার কারণে এই বোতলের পানিতে ক্ষার যোগ হয়। দাবি করা হয় যে, এই বোতলের পানি খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া ত্বকের জেল্লাও বাড়ে।

Link copied!