• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

পাকন পিঠার রেসিপি


ঝুমকি বসু
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৪:৫৪ পিএম
পাকন পিঠার রেসিপি

শীত এলেই পিঠা তৈরির ধুম পড়ে গ্রামের ঘরে ঘরে। সেই আদিকাল থেকেই এই ঐতিহ্য ধরে রাখছে বাঙালিরা। কিন্তু আধুনিকতার সাথে সাথে শীতের সেই বিভিন্ন ধরনের পিঠা হারিয়ে গেছে বলা যায়। তারপরও এই শীতে মজাদার সব পিঠা বানিয়ে ফেলুন বাড়িতেই। আজ থাকছে পাকন পিঠার রেসিপি।

উপকরণ : চালের গুড়া, ডিম, মসুরের ডাল, চিনি ও তেল।

প্রণালি
প্রথমে মসুরের ডাল ধুয়ে সিদ্ধ করে নিন। একটি পাত্রে পরিমাণমতো চিনি দিয়ে শিরা করে নিন। গরম পানিতে চালের আটা দিয়ে সিদ্ধ করুন এবং হাত দিয়ে কাই করে নিন। কাই করা আটার মধ্যে সিদ্ধ ডাল ও কাঁচা ডিম ফাটিয়ে একসাথে পেস্ট করে নিন।

তারপর ওই আটা দিয়ে মোটা করে রুটি বানিয়ে নিন। এবার খেজুর কাটা দিয়ে রুটির উপরে বিভিন্ন নকশা করুন। কড়াইয়ে পরিমাণমতো তেলে বাদামি রঙ করে ভেজে শিরার মধ্যে চুবিয়ে উঠিয়ে নিন।

Link copied!