মেক্সিকান র্যাপ গায়ক ড্যান স্যুর। র্যাপ গানে তিনি শ্রোতা মাতিয়েছেন বহুবার। তেমনি আলোচনায় থেকেছেন নিত্য নতুন ফ্যাশন নিয়েও। সম্প্রতি মাথায় সুসজ্জিত একগুচ্ছ সোনার অলংকার পরে নজর কেড়েছেন এই তারকা।
২৩ বছর বয়সী গায়ক ড্যান নিজের মাথার তালুতে চুলের পরিবর্তে নানা ডিজাইনের চেন লাগিয়ে নিয়েছেন। যা স্বর্ণ দিয়ে তৈরি। নতুন এই ফ্যাশন নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করার পরই আবারও আলোচনায় আসেন ড্যান।
মাথার সোনার চেন পরা ড্যান স্যুরকে অন্য় ৫ জন থেকে আলাদা করে চেনা যাচ্ছে। কারণ তিনি লাইমলাইটে চলে এসেছে। গহনার এই আচ্ছাদন দেখে বিনোদন জগতেও অনেকের মধ্যে হিড়িক পড়ে গেছে। সোনার চেন গলায় পরে ফ্যাশন তো বহুবারই হয়েছে, কিন্তু এর নতুন ব্যবহার দেখিয়ে সবাইকে চমকে দিলেন এই গায়ক।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়। মেক্সিকোর এই র্যাপারের গলায় নয়, মাথায় এখন চুলের পরিবর্তে ঝুলছে একগুচ্ছ সোনার চেন। যাতে স্টোনের ব্যবহারও রয়েছে। দাঁতেও লাগিয়েছেন সোনার প্রলেপ।
র্যাপ গায়কদের অভিনব সাজপোশাক নিয়ে বিভিন্ন দেশেই চর্চা হয়ে থাকে। তবে ড্যানের মতো এই ফ্যাশন চিন্তা কারও ধারনায় আসেনি। সোনার চেন মাথায় বসিয়ে নেওয়া এই ফ্যাশন ড্যান স্যুরকেই প্রথম দেখেছেন ভক্তরা।
সাজগোজ আর পোশাক সব সময়েই অন্যদের চেয়ে আলাদা ড্যান। এর আগে তার কালো ঘন চুল ছিল। যা এখন সোনার চেনের বদলে গিয়েছে। সেই সঙ্গে বদলে গেছে ড্যানের রূপও।
সূত্রঃ আনন্দবাজার