• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চকচকে রাখুন বিয়ের গহনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০২:৫৯ পিএম
চকচকে রাখুন বিয়ের গহনা

বিয়ের সবকিছুই যেন আবেগের জায়গা। বিয়েতে পাওয়া পোশাক, গহনা বেশ যত্ন করেই আলমারিতে তুলে রাখেন। দিনের পর দিন আলমারিতে থেকে এগুলো নষ্ট হয়ে যেতে থাকে। এতে মন খারাপও হয়। কীভাবে এগুলো যত্ন করে আগলে রাখবেন তা নিয়ে দুশ্চিন্তাও শুরু হয়। প্রতিকার না পেয়ে বেশ হতাশ হোন অনেকেই।

বিশেষ করে বিয়ের গহনার নিয়ে নারীরা একটু বেশি স্পর্শকাতর। তাই এই গহনাগুলো যেভাবে সেভাবে ফেলে না রেখে বিশেষ যত্ন নিন। প্রথম দিনের মতো গহনা চকচকে কীভাবে রাখা যাবে তা জানাব এই আয়োজনে_

  • ব্যবহারের পর গহনা সঠিকভাবে রাখুন। গয়না পরলে আমাদের শরীরের ঘাম লেগে থাকে। এতে গহনা সহজেই অপরিষ্কার হয়ে যায়। তাই গা থেকে গহনা খোলার পরই তা ভালো করে টিস্যু দিয়ে মুছে নিন। একটু খোলা হাওয়ায় রেখে শুকিয়ে নিন। এরপর তা আলমারিতে তুলে রাখুন।
  • বিয়ের কিছু গহনা নারীরা সারাক্ষণই ব্যবহার করেন। ব্যবহৃত সেই গহনাগুলো ৬ কিংবা ৮ মাস পর পর পালিশ করে নিন। তাহলে উজ্জলতা কমবে না।
  • আলমারিতে যেসব গহনা কম ব্যবহার করা হয় সেগুলো মাঝে মাঝেই বের করে খোলা বাতাসে রাখুন। 
  • সব গহনাই সম্ভব হলে বছরে একবার পলিশ করে নিতে পারেন। 
  • গহনা টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। এতে ভেজাভাব হবে না।
  • আপনার গহনা কোনও রাসায়নিকের সংস্পর্শে রাখবেন না। 
  • মেকআপ করার অআগে গহনা পরবেন না। মেকআপ করা শেষ হলে তবেই পরুন। আবার মেকআপ তোলার আগেই গহনা খুলে রাখুন।
  • সরাসরি সূর্যালোকে বিয়ের গহনাগুলো রাখবেন না। কারণ সূর্যের রশ্মি গহনার জন্য় ক্ষতিকর।
Link copied!