• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

ঘরেই বানান প্রাইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০২:৫৮ পিএম
ঘরেই বানান প্রাইমার

বর্তমানে ঘরের বাইরে যাওয়া সব মেয়েরা কম বেশি মেকআপ করে। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে মেকআপের বিকল্প নেই। আর যারা নিয়মিত মেকআপ করেন তারা জানেন ত্বকে ফাউন্ডেশন লাগানোর আগে প্রাইমার লাগানো কতটা জরুরি। মুখে ফাউন্ডেশন যাতে ঠিকমতো বসে, মুখের ছোট ছোট দাগগুলো যাতে ঢাকা পড়ে এবং ফাউন্ডেশন যেনো দীর্ঘস্থায়ী হয়, সেজন্যই মূলত প্রাইমার লাগানো হয়।

প্রসাধনীর দোকান গুলোতে এই প্রাইমারের আবার নানান রকমফেরও আছে। ভিন্ন ভিন্ন প্রাইমার ত্বকের ভিন্ন ভিন্ন উপকার করে থাকে। কোনোটা মুখে উজ্জ্বলতা বাড়ায়, কোনোটা মুখের রোমছিদ্র সঙ্কুচিত করে, কোনোটা আবার ত্বকের রং সমান করে তুলতে সাহায্য করে। এ সব দিক থেকে প্রাইমার ছাড়া আজকের দিনে মেকআপ একেবারে অসম্পূর্ণ।

অফিসে বা বিশেষ কোনো অনুষ্ঠানে যাবেন, এমন সময় মেকআপ করতে বসে দেখলেন প্রাইমার নেই। এখন উপায়? প্রাইমার ছাড়া মেকআপ থাকবে অসম্পূর্ণ। তাই ঘরে বসে অল্পকিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন প্রাইমার।

চলুন জেনে নেওয়া যাক ঘরে বসেই যেভাবে প্রাইমার বানাবেন-

গোলাপ জল, অ্যালোভেরা জেল ও আমন্ড অয়েল

দুই চামচ গোলাপ জল, এক চামচ অ্যালোভেরা জেল, দুই ফোটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন। এটি মুখে ব্যবহার করে সম্পূর্ণ ভাবে শুকিয়ে গেলে তবেই মেকআপ শুরু করবেন। একটি কাচের পাত্রে ভরে এই প্রাইমারটি ফ্রিজ রেখে দিন। এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

কেওলিন ক্লে, অ্যারারুট পাউডার ও অ্যালোভেরা জেল

এক চা চামচ কেওলিন ক্লে, এক চা চামচ অ্যারারুট পাউডার আর চার চা চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন। মুখে ময়শ্চারাইজর লাগিয়ে নিয়ে একটি ব্রাশ দিয়ে সারা মুখে এই প্রাইমারটি ব্যবহার করুন।

এই প্রাইমারগুলো মুখে লাগনোর আগে হাতে লাগিয়ে পরীক্ষা করে নিবেন।

Link copied!