৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো শূন্য পদের সংখ্যা যাচাই-বাছাই করে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ করছে পিএসসি।
একটি গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব গণমাধ্যমটিকে বলেন, ক্যাডারে ৩ হাজারের কিছু বেশি ও নন-ক্যাডারে প্রায় ১ হাজার ১০০ পদের চাহিদা পাওয়া গেছে। এসব পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পিএসসিতে সব দরকারি কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ম অনুসারে পিএসসি ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
পদ পাঠানো মানেই চূড়ান্ত কিছু নয়। সেই পদগুলো ঠিক আছে কি না, নিয়োগের বিধি মেনে করা হয়েছে কি না ও প্রতিটি পদের সংখ্যা ঠিক আছে কি না —এমন নানা বিষয় যাচাই-বাছাই করে নির্দিষ্ট সংখ্যা বের হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে পিএসসির সূত্রে জানা যায়। সেই কাজগুলো করে যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি রয়েছে নিচ্ছে পিএসসি।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইেন বলেন, “৪৬তম বিসিএসের পদ মন্ত্রণালয় থেকে পিএসসিতে এসেছে। সেগুলো নিয়ে আমাদের কর্মকর্তারা কাজ করছেন।”
এদিকে গত ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশ করেছিল পিএসসি। এই ধারাবাহিকতা বজায় রেখে ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে পিএসসি গণমাধ্যমকে নিশ্চিত করে।
৪৬তম বিসিএসে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদেরও শূন্য পদের উল্লেখ থাকবে। প্রার্থীরা ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এক মাস সময় দেওয়া হতে পারে।