• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ঢাকা বিআরটিতে একাধিক পদে চাকরি, গ্রেড ৪র্থ থেকে ৬ষ্ঠ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ১০:২৯ পিএম
ঢাকা বিআরটিতে একাধিক পদে চাকরি, গ্রেড ৪র্থ থেকে ৬ষ্ঠ
প্রতীকী ছবিঃ সংগৃহীত

ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি)সম্প্রতি  তিন ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেডে চারজন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম
ব্যবস্থাপক (আইটি)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস/সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫–এর স্কেলে ৩.৫ এবং ৪–এর স্কেলে ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

বেতন: ৭৯,০০০ টাকা (কোম্পানি গ্রেড–৪)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।

পদের নাম
ব্যক্তিগত কর্মকর্তা

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন: ২৫,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৫)।

পদের নাম
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

মূল বেতন: ২২,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৬)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।

মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন ফি 
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা, ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়
২ মে থেকে ৩১ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।

 

Link copied!