• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আকর্ষণীয় সুযোগ-সুবিধায় কর্মী নিচ্ছে এফআর অ্যাগ্রো ফার্ম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৯:৫৫ এএম
আকর্ষণীয় সুযোগ-সুবিধায় কর্মী নিচ্ছে এফআর অ্যাগ্রো ফার্ম

এফআর অ্যাগ্রো ফার্ম দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি ২০১৭ সাল থেকে চালু হয়ে দুগ্ধশিল্পের বহুমুখী উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের ডেইরি খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটি জাতীয় পুরস্কার ‘ডেইরি আইকন-২০২২’ লাভ করে। প্রতিষ্ঠানটি কুমিল্লা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার উত্তরে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধায় স্থায়ী পদে কিছুসংখ্যক দক্ষ/অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীর যোগ্যতা/ দয়িত্ব-কর্তব্যসমূহ

* আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন অনুযায়ী)
* কমপক্ষে অষ্টম শ্রেণি পাস
* গবাদিপশু পালনে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। যেমন গাভী দোহন, গাভী-বাছুর ডেলিভারি ও পরিচর্যা, মেশিনের সাহায্যে ঘাস কাটা, মেশিনের সাহায্যে গাভী দোহন, গোখাদ্য, খামার পরিষ্কার পরিচ্ছন্নতা, গাভী প্রজনন, স্বাস্থ্য ও বিভিন্ন রোগবালাই সম্পর্কে ধারণা, জেনারেটর পরিচালনা করা ইত্যাদি।
* ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল সঠিকভাবে সংরক্ষণ করা।
* সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার মানসিকতা।
* অফিস কর্তৃক নির্ধারিত আবাসিক এলাকায় অবস্থান করতে হবে।
* অফিস কর্তৃক নির্ধারিত সকল নিয়ম মেনে চলতে হবে।

নির্বাচিত কর্মীদের সুযোগ-সুবিধা/অর্থিক সুবিধাসমূহ

* কর্মীদের থাকা-খাওয়া ফ্রি।
* মাসে ২ দিন ছুটি, ছুটি উপভোগ না করলে নগদ অর্থ প্রদান।
* বিনা মূল্যে জরুরি/প্রাথমিক চিকিৎসা প্রদান।
* অদক্ষ কর্মীদের ১১০০০/= টাকা মাসিক বেতন এবং দক্ষ কর্মীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
* বছরে দুটি উৎসব বোনাস (মূল বেতন অনুযায়ী)

Link copied!