ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’-এর ১ হাজার ৪৩৯টি শূন্য পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’-এর ১ হাজার ৪৩৯টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২১ সালের ১ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে ১ হাজার ৪৩৯ জন প্রার্থীকে ৫টি ব্যাংকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
৫ ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৬, জনতা ব্যাংক পিএলসিতে ১০৫, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০, রূপালী ব্যাংক লিমিটেডে ৮৫ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।