• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৫ ব্যাংকে অফিসার পদের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪৩৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৩:০৯ পিএম
৫ ব্যাংকে অফিসার পদের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪৩৯
ছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’-এর ১ হাজার ৪৩৯টি শূন্য পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’-এর ১ হাজার ৪৩৯টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২১ সালের ১ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে ১ হাজার ৪৩৯ জন প্রার্থীকে ৫টি ব্যাংকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

৫ ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪৬, জনতা ব্যাংক পিএলসিতে ১০৫, অগ্রণী ব্যাংক পিএলসিতে  ৪০০, রূপালী ব্যাংক লিমিটেডে ৮৫ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন।

Link copied!