বিদেশে চাকরিপ্রত্যাশী কর্মীদের প্রতারক চক্র থেকে সাবধান হতে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সোমবার (২০ নভেম্বর) বোয়েসেলের মহাব্যবস্থাপক (উপসচিব) এ বি এম আবদুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বোয়েসেলের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানির নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানিমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং ভুয়া ভিসা ইস্যু করে জর্ডানে শ্রম অভিবাসনপ্রত্যাশীদের মেডিকেল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করছে। সেই সঙ্গে প্রতারক চক্রটি জর্ডান অভিবাসনপ্রত্যাশী ও তাঁদের পরিবারের কাছ থেকে নগদ অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।
বোয়েসেল বৈদেশিক নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে থাকে। বোয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরিপ্রত্যাশীদের বোয়েসেল ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট www.boesl.gov.bd, ফেসবুক পেজ www.facebook.com/boesl.gov.bd ও প্রবাসবন্ধু কল সেন্টার (১৬১৩৫)।

আপনার মতামত লিখুন :