ইউক্রেন ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরেই মুখোমুখি অবস্থানে দুই বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের দাবি, যেকোন সময় রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাবে। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে ইউক্রেনকে ন্যাটো জোট থেকে সরে দাঁড়ানোর জন্য সতর্ক করেছে রুশ সরাকার।
এদিকে পরিস্থিতি ক্রমেই সংকটপূর্ণ হয়ে যাচ্ছে বলে বিশ্ববাসীকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারেও আশঙ্কা জানিয়েছেন।
বাইডেন বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে বড় এক সামরিক বাহিনীর মোকাবেলা করছি। পরিস্থিতি খুবই সংকটজনক এবং যে কোন সময় চরম দিকে মোড় নিতে পারে।”
তিনি আরও উল্লেখ করেছেন “যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অন্যের দিকে গুলি চালায়, তখন সেটা একটা বিশ্বযুদ্ধ। আমরা এমন এক সময়ে আছি, যেটা কেউ আগে কখনো দেখেনি।”
অন্যদিকে ইউক্রেনকে ঘিরে উত্তেজনা কমাতে তীব্র কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে ইউরোপ। তবে সংঘাত থামাতে ফ্রান্স ও জার্মান কূটনীতিকদের প্রথম দফা আলোচনায় কোন অগ্রগতি হয়নি। অনেক বিষয়ে মতবিরোধ থাকলেও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ইউক্রেন ও রাশিয়া।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে ক্রাইমিয়া অঞ্চলে দখলের পর থেকেই দুদেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের সামরিক বাহিনী ও পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে চলছে অনবরত। সম্প্রতি রাশিয়া তাদের সীমান্তে ১ লাখের বেশি সেনা মোতায়েনের পর এই পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।