শান্তিতে নোবেলজয়ী মাদার তেরেসার প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের একটি দাতব্য সংস্থার বিদেশি অনুদান গ্রহণের নিবন্ধন স্থগিত করেছে ভারত সরকার। মিশনারিজ অব চ্যারিটি নামের সংস্থাটি অনাথ শিশুদের জন্য আবাসন ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল।
ভারতের হিন্দু কট্টরবাদীরা এই সংস্থার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই লোকজনকে জোরপূর্বক খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ করে আসছিল। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনে সংস্থাটির বিদেশি অনুদানের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত জানায়।
সোমবার এক বিবৃতিতে সংস্থাটি তাদের লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার তথ্য জানায়। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো বিদেশি তহবিলসংক্রান্ত অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে না।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংস্থাটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, এমন দাবি করলেও কেন্দ্র সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে।
দাতব্য ও মানবিক কার্যক্রমের জন্য ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মেসিডোনিয়ার রোমান ক্যাথলিক সমাজসেবী মাদার তেরেস। ১৯৫০ সালে কলকাতায় এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। ক্যাথলিক দাতব্য সংস্থাগুলোর মধ্যে এটি বিশ্বে বহুল পরিচিত।