বিমানের টয়লেটের ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করেছে মরিশাসের বিমানবন্দর কর্মীরা। বিবিসি জানায়, বছরের প্রথম দিনেই পরিত্যক্ত অবস্থায় এই শিশুকে খুঁজে পান তারা।
মাদাগাস্কার থেকে আসা এয়ার মরিশাসের বিমানটি ১ জানুয়ারি স্যার সিওসাগুর রামগুলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রুটিন কাস্টমস চেকের জন্য বিমানটিকে পরীক্ষা করার সময় বিমানবন্দরের কর্মকর্তারা শিশুটিকে আবিষ্কার করেন।
রক্তাক্ত অবস্থাতেই টয়লেট পেপারে মোড়া ছিল শিশুটি। চিকিৎসার জন্য তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার পর যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে বিমানবন্দর পুলিশ। এসময় মাদাগাস্কার থেকে আসা ২০ বছর বয়সী এক সন্দেহভাজন কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে।
সেই কিশোরীই শিশুটির মা বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তিনি শিশুটির দায় নিতে অস্বীকার করেছেন। যদিও মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তিনি কিছুক্ষণ আগেই সন্তান জন্ম দিয়েছেন। এই মুহূর্তে কিশোরীকে হাসপাতালে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ জানায় অভিযুক্ত কিশোরী দুই বছরের ওয়ার্ক পারমিটে মাদাগাস্কার থেকে মরিশাসে থেকে এসেছেন। তিনি ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে বিবিসি।
হাসপাতাল ছাড়ার পর কিশোরীকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। নবজাতককে টয়লেটে ফেলে দেওয়ার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবে পুলিশ।