ইউক্রেন আক্রমণের দ্বিতীয় দিনেই দেশটির রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়ার সেনাবাহিনী। বিবিসি অনলাইন জানিয়েছে, রাশিয়ান ট্যাংক কিয়েভের উত্তরের জেলায় প্রবেশ করেছে।
এদিকে শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায়ও এ তথ্য জানানো হয়। টুইটারে বলা হয়, “রুশ সৈন্যরা এখন কিয়েভে। তবে ইউক্রেনের সৈন্যরা রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই গড়ে তুলেছে।”
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হয়েছেন, রাশিয়ার সৈন্যরা শত্রুরা এখন কিয়েভের ওবোলোন জেলায় পৌঁছেছে। রাজধানী কিয়েভের সংসদ ভবন এলাকা থেকে মাত্র ৯ কিলোমিটার উত্তরে অবস্থিত ওবোলোন শহর।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়, রুশ ট্যাংক ও সাঁজোয়া যান কিয়েভের উত্তরের জেলা ওবোলোনে প্রবেশ করছে।
রুশ হামলার মধ্যে ইউক্রেনের সেনাবাহিনী জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
রুশ সৈন্যদের কিয়েভে প্রবেশ ঠেকাতে উত্তর-পশ্চিমের টেটেরিভ নদীর সীমান্ত এলাকার একটি সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সৈন্যরা।