ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলতে যাচ্ছেন লেবাননের শিয়া ইসলামপন্থী দল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। শুক্রবার (৩ নভেম্বর) তিনি অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ধারণা করা হচ্ছে, তার এ বক্তব্য লেবানন সীমান্তে লেবানন-ইসরায়েল যুদ্ধের পরবর্তী পদক্ষেপ কী হবে তা বোঝা যাবে।
হামাস ইসরায়েলে অতর্কিত হামলার পর থেকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন হিজবুল্লাহ। সংগঠনটি ইসরায়েল সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের স্থল অভিযানে সেখানকার ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে হামাস তাদের যুদ্ধে তাদের মিত্র দেশ ও গোষ্ঠীগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। এ ডাকে হিজবুল্লাহ যুক্ত হবে কিনা তা নিয়ে অনেকের মনেই সন্দেহ দেখা দিয়েছে।
হামাসের মতো হিজবুল্লাহও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। এ দলের প্রধান নাসরুল্লাহকে নিয়ে বহির্বিশ্বে রয়েছে রহস্য। তিনি কখনো সরাসরি প্রকাশ্যে আসেন না। তার বক্তব্য রেকর্ড করে প্রচার করা হয়।