• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘আমরা হামাস প্রধানকে খুঁজে বের করে সরাবো’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০১:১৮ পিএম
‘আমরা হামাস প্রধানকে খুঁজে বের করে সরাবো’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়োভ গ্যালান্ট। (ফাইল ছবি)

ইসরায়েল-হামাস সংঘাতের পর ইসরায়েল কর্তৃপক্ষ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার “মৃত মানুষের হাঁটা” এর মতো ছিলো বলে মন্তব্য করেছেন।

শনিবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইওয়াভ গ্যালান্ট হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করে অপসারণ করবে বলে প্রতিজ্ঞা করেছেন।

তিনি বলেন, “ আমি গাজাবাসীকে বলেছি, আমার আগে যদি তোমরা তার কাছে পৌঁছাতে পারো তাহলে যুদ্ধ আরও আগে সংক্ষিপ্ত হয়ে আসবে।” হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও দলটির অঙ্গ সংগঠনটির প্রধান মোহাম্মদ দেইফ তদের সেনাদের মূল লক্ষ্য ছিলো।

গাজার বাইরে থাকা নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ৭ই অক্টোবর ইসরায়েলে হওয়া হামলার ভয়াবহতা থেকে বাঁচতে সিনওয়ার ও দেইফ বর্তমানে টানেলের ভিতরে অবস্থান করছে। হামাসের এ হামলায় ১ হাজার ৪০০ এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে।

গ্যালান্ট বলেন,“আমরা গাজা পুরোপুরিভাবে ঘিরে ফেলেছি। এছাড়া আমাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে অভিযান চালাচ্ছে এবং ধীরে ধীরে তারা জনবহুল এলাকাগুলোতে প্রবেশ করছে।”

Link copied!