• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভিয়েতনামে ভবনে আগুন, নিহত ১০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৩:২৯ পিএম
ভিয়েতনামে ভবনে আগুন, নিহত ১০
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে চার শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ২টা নাগাদ তা নিয়ন্ত্রণে আসে।

ভিএনএ জানিয়েছে, হ্যানয়ের দক্ষিণ-পশ্চিমের একটি আবাসিক এলাকার এক সরু গলিতে অবস্থিত ভবনটিতে ১৫০ জন বাস করতেন। অগ্নিকাণ্ডের পর সেখান থেকে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।

টেলিভিশনে প্রচারিত চিত্রে দেখা যায়, রাতে হোস পাইপ ও মই নিয়ে আগুন নেভাতে ব্যস্ত অগ্নিনির্বাপণকর্মীরা। দিনের বেলার চিত্রে দেখা যায় ভবন থেকে ঘন, গাঢ় ধোঁয়ার উড়ছে।

এএফপি জানিয়েছে, ভবনের ছোট বারান্দাগুলো লোহা দিয়ে ঘেরা। অ্যাপার্টমেন্ট ব্লকে একটি মাত্র বের হওয়ার রাস্তা ছিল। বাইরের দিকে কোনো জরুরি মইও নেই।

সেই ভবনের কাছে বসবাস করা এক নারী এএফপিকে বলেন, “আমি সাহায্যের জন্য অনেক চিৎকার শুনেছি। আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি।” অ্যাপার্টমেন্ট থেকে কোনো পালানোর পথ নেই, আক্রান্তদের পক্ষে বের হওয়া অসম্ভব।”

অপর এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন থেকে বাঁচাতে একটি ছোট শিশুকে উঁচু তলা থেকে ছুড়ে ফেলা হয়। তিনি বলেন, “আমি ঘুমাতে যাওয়ার যখন কিছু একটার গন্ধ পেলাম। বাইরে গিয়ে আমি আগুন দেখতে পাই।”
চারদিকে ধোঁয়া ছিল। একটা ছোট ছেলেকে উঁচু তলা থেকে ছুড়ে ফেলা হয়েছিল। আমি জানি না সে বেঁচেছিল কি না। যদিও নিচে অনেকে তাকে ধরার জন্য গদি ধরেছিল।”

পুলিশ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Link copied!