• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য: এরদোয়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৫:৫৬ পিএম
ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য: এরদোয়ান

ইউক্রেন ন্যাটো সদস্যপদ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, “ন্যাটোতে ইউক্রেনের যোগদানের দাবিকে সমর্থন করে আঙ্কারা। ইউক্রেন যুদ্ধের অবসান করতে শান্তি প্রচেষ্টায় ফিরে যাওয়ার আহ্বান করছি।”

শুক্রবার (৭ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।”

ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, “দুই পক্ষেরই শান্তি আলোচনায় ফিরে যাওয়া উচিত। শান্তি প্রচেষ্টায় কোনো পরাজয় থাকে না।”

জেলেনস্কি তার প্রতি সমর্থন জানানোয় এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন। এরদোগানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার পর এক টুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। দেশ, জনগণ এবং স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি।”

Link copied!