• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

হামাসের হামলার শিকার ইসরায়েলের মেজরসহ তিন সেনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ১১:০০ এএম
হামাসের হামলার শিকার ইসরায়েলের মেজরসহ তিন সেনা
গাজায় হামলারত ইসরায়েলি সেনারা। ছবি: সংগৃহীত

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের স্নাইপাররা ইসরায়েলের তিন সেনাকে গুলি করেছেন। যারা নিহত বা আহত হয়েছেন। এদের মধ্যে একজন মেজরও রয়েছেন বলে জানিয়েছে আল-কাসাম ব্রিগেড।

রোববার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

রোববার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-কাসাইব এলাকায় তাদের ওপর হামলা করে আল-কাসাম ব্রিগেডের স্নাইপাররা।

জাবালিয়ায় বিগত কিছুদিন ধরে ব্যাপক বোমা ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এরমধ্যেই ইসরায়েলের মেজরসহ তিন সেনা স্নাইপারদের হামলার শিকার হয়েছেন। তবে তারা নিহত হয়েছেন কিনা এ বিষয়ে হামাস কর্তৃপক্ষ কিছু জানায়নি।

আল-কাসাম ব্রিগেড জানায়, জোহর আল-ধিকের মধ্যাঞ্চলে দুর্গ বিরোধী গোলা ব্যবহার করে একটি ভবনে হামলা চালায় তারা। ভবনটির ভেতরে থাকা ১০ জন ইসরায়েলি সেনা এ হামলায় আহত বা নিহত হয়েছেন।

রোববার আইডিএফ জানায়, এ যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের ১৪ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া এর আগে আইডিএফের প্রকাশিত তথ্যে ইসরায়েলি সেনা নিহতের কথা জানা যায়।

সম্প্রতি ইসরায়েলের এক গণমাধ্যম জানায়, গাজার যুদ্ধে প্রায় পাঁচ হাজার ইসরায়েলি সেনাসদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তিন হাজার সেনা হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

সূত্র- আল জাজিরা

Link copied!