• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬
ইরানে মার্কিন হামলা

এই হামলার চিরস্থায়ী পরিণতি হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১২:৪৫ পিএম
এই হামলার চিরস্থায়ী পরিণতি হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলাকে “ভয়াবহ ও নিন্দনীয়” বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই হামলার “চিরস্থায়ী পরিণতি” হবে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, “আজ সকালের এই ঘটনা চরম নিন্দনীয় এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। ইরান তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণ রক্ষার জন্য সব ধরনের বিকল্প খোলা রাখছে।”

আরাগচি আরও বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘন করে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।”

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি বিকাশে কাজ করছে এবং এটিকে জাতীয় গর্ব ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দেখে। ইরানের দাবি, এই কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে।

তবে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা (আইএইএ) বলছে, ইরানের হাতে যে ধরনের ইউরেনিয়াম রয়েছে, তা সাধারণত কেবলমাত্র পরমাণু অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়। ফলে অনেক দেশ সন্দেহ করছে, ইরান তার প্রকৃত উদ্দেশ্য গোপন করছে।

Link copied!