ব্রাজিলের সমুদ্র-তীরবর্তী শহর রিও ডি জেনেইরোর এলাকায় একটি মাদক চক্রের প্রধানকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগুইরোয় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। তবে সংঘর্ষের সময় সন্দেহভাজন অপরাধীদের সঙ্গে সম্পর্ক নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দাও গুলিবিদ্ধ হয়ে আহত হন। উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।
তাই বৃহস্পতিবারের অভিযানে আরাউজোকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়। এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
যদিও রিও রাজ্যের পুলিশ বাহিনী মেট্রো এলাকার বিস্তীর্ণ বস্তিতে নিয়মিত প্রাণঘাতী অভিযান চালায়।
রিও ডি জেনেইরো রাজ্যের গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “অন্য রাজ্যগুলো থেকে আসা দস্যুদের আস্তানা হিসেবে রিওকে ব্যবহার করতে দেব না আমরা।”
পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন তিনজন স্থানীয় বাসিন্দা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।