• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

চুরি করতে এসে কিছু না পেয়ে ৬৬৬ টাকা রেখে গেল চোর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৫:০২ পিএম
চুরি করতে এসে কিছু না পেয়ে ৬৬৬ টাকা রেখে গেল চোর!

ভারতে ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত প্রকৌশলীর বাসায় চুরি করতে এসে কিছু না পেয়ে ৬৬৬ টাকা (৫০০ রুপি) রেখে গিয়েছে চোর! নিউ দিল্লির রোহিণীর সেক্টর ৮ এর একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

সোমবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২০ কিংবা ২১ জুলাই মধ্যবর্তী রাতে উদ্ভট ঘটনাটি ঘটে। মূলত বাড়ির মালিক অবসরপ্রাপ্ত প্রকৌশলী এম রামকৃষ্ণ থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাটি সামনে আসে।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে তারা ওই বাড়িতে চুরির ঘটনা জানতে পারেন। পরে উত্তর রোহিণী থানার পুলিশ ওই এলাকায় যায়।

এ সময় বাড়ির মালিক পুলিশকে জানান, গুরগাঁওতে তাদের ছেলে থাকে। সে কারণে স্ত্রীকে সঙ্গে নিয়ে গত ১৯ জুন সকালে ছেলের কাছে গিয়েছিলেন। এরপর শুক্রবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানায় তাদের বাড়িতে দরজা ভাঙা হয়েছে। এরপরই তারা বাড়ি ফিরে যান। দেখেন তাদের বাড়ির দরজার তালা ভাঙা হয়েছে। কিন্তু বাড়ির ভেতর গিয়ে তারা দেখেন কোনো কিছুই নিয়ে যায়নি চোরের দল। কারণ তাদের বাড়িতে মূল্যবান কিছুই নেই। এমনকি আলমারিরও কোনো জিনিস খোয়া যায়নি। তবে তারা দেখেন চোরের দল ৫০০ রুপি রেখে গিয়েছে। এটা দেখে তো হতবাক তারা। এতটা মানবিক হবে চোর এটা অবশ্য আশা করতে পারেননি কেউই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মূলত চুরির জন্যই এসেছিল চোরের দল। কষ্ট করে দরজার তালাও ভেঙে ফেলে তারা। এরপর ঘরেও ঢুকেছিল। কিন্তু ওই বাড়িতে কার্যত চুরি করার মত কিছুই ছিল না। এর জেরেই হয়তো রেগে গিয়েছিল চোরের দল। হয়তো বাড়ির কর্তার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল চোরেরা। চুরির করার মত কোনো দামি জিনিস নেই। তবে চুরি করতে এসে এভাবে গৃহকর্তার বাড়িতে ৫০০ টাকা রেখে যাওয়ার ঘটনা তেমন শোনা যায় না।

Link copied!