• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

কুয়েতে তেল ছড়িয়ে পড়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা (ভিডিও)


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৫:২৯ পিএম
কুয়েতে তেল ছড়িয়ে পড়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা (ভিডিও)

কুয়েতের পশ্চিমে তেলের পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে কুয়েত অয়েল কোম্পানি (কেওসি)।

আরাবিয়ান বিজনেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয় সোমবার (২০ মার্চ) এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তবে পাইপলাইনে কোথায় ছিদ্র হয়েছে তা এখনো জানা যায়নি।

কুয়েতি গণমাধ্যমের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি বড় পাইপ থেকে প্রচুর পরিমাণে তেল ছড়িয়ে পরছে।

তেল কোম্পানির মুখপাত্র কুসাই আল–আমের জানান, ঘটনাস্থলে কোনো বিষাক্ত ধোঁয়া শনাক্ত হয়নি। মাটিতে পাইপলাইন ছিদ্র হলেও তা কোনো আবাসিক এলাকায় নয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে পাইপলাইনের লিকেজ মেরামত করতে কোম্পানির প্রকৌশল বিভাগের একটি দল ঘটনাস্থলে গেছেন।

তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ কুয়েত। দেশটির সরকারের রাজস্বের প্রায় ৯০ শতাংশই আসে তেল থেকে।

অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) এই মূল সদস্য বর্তমানে প্রতিদিন প্রায় ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে।

Link copied!