গাজায় ইসরায়েলি সেনাদের কৌশলে ভুল আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেন, গাজায় ইসরায়েলের হামলায় যে পরিমাণ সাধারণ নাগরিক নিহত হয়েছেন, তার সংখ্যা দেখে বোঝা যায়, ইসরায়েলি সেনাদের কার্যক্রমে পরিষ্কারভাবে ভুল রয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
গুতেরেস রয়টার্সকে বলেন, “হামাস মানববর্ম ব্যবহার করে হামলা চালায়। কিন্তু আপনি যদি ইসরায়েলের সেনা অভিযানে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা দেখেন, তাহলে বুঝবেন কিছু একটা ভুল হচ্ছে।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গাজায় এ পর্যন্ত ১০ হাজার ৫৬৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪০ শতাংশ শিশু।
গুতেরেস বলেন, “ইসরায়েলের জন্য এটা বোঝাও গুরুত্বপূর্ণ যে, ফিলিস্তিনি জনগণের মানবিক চাহিদার ভয়াবহ চিত্র প্রতিদিন দেখা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। এ ধরনের আচরণ পুরো বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে নষ্ট করে দেবে।”
তবে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি গিলাড এরডান মহাসচিবের এ বক্তব্যকে অস্বীকার করে বলেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়। ইসরায়েলি সেনারা নির্দিষ্ট সংখ্যক অঞ্চলে হামলা করেছে। কিন্তু হামাস সাধারণ জনগণের ওপর হামলা চালিয়েছে।
তিনি রয়টার্সকে বলেন, “জাতিসংঘের মহাসচিব কি এটা বলতে পারবেন যে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জার্মানিতে যে পরিমাণ মানুষ নিহত হয়েছিলো, তাতে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সেনাবাহিনীর কোনো ভুল ছিলো?”
জাতিসংঘের মহাসচিব বলেন, “গাজায় ইসরায়েলের এ হামলায় আমাদেরই কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে মানবতা বলতে আর কিছু থাকবেই না।”