• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কিয়েভে রাশিয়ার বিমান হামলা, দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৪:৫০ পিএম
কিয়েভে রাশিয়ার বিমান হামলা, দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ
কিয়েভের আকাশে একটি বিস্ফোরণের দৃশ্য। ছবি- রয়টার্স।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। ওই এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হামলার মাত্রা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভজুড়ে কমপক্ষে ৫টি বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন। ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, ঐতিহাসিক পোদিল এলাকায় একজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর শহরের একটি পার্কের কাছে আগুন ধরে যায়।

ক্লিৎসকো ও কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, দারনিৎস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি ও পোদিলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

শেভচেনকিভস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নেভানো হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর জানা যায়নি।

হামলা নিয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে গত বুধবার পূর্বাঞ্চলীয় শহর কস্তিয়ানতিনিভকাতে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত হন।

Link copied!