• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

যুক্তরাষ্ট্রে ২০২২ সালে রেকর্ডসংখ্যক আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৫:৪৮ পিএম
যুক্তরাষ্ট্রে ২০২২ সালে রেকর্ডসংখ্যক আত্মহত্যা
ছবি : প্রতীকী

যুক্তরাষ্ট্রে ২০২২ সালে রেকর্ডসংখ্যক মানুষ আত্মহত্যা করেছে। এ বছর দেশটিতে ৪৯ হাজার ৪৪৯ জন আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আত্মহত্যা অনেক সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের আত্মহত্যার পরিসংখ্যানে দেখা যায়, ২০০০ সাল থেকে ২০১৮ পর্যন্ত ধারাবাহিকভাবে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা ২০১৮ সালে এসে দাঁড়ায় ৪৮ হাজার ৩০০ জনে। আর এর মাধ্যমে দেশটি এর আগের রেকর্ড, ১৯৪১ সালের আত্মহত্যার সংখ্যা ছুঁয়ে ফেলে।

সিডিসির তথ্যে আরও উঠে আসে, কোভিডের প্রথম বছর, অর্থাৎ ২০১৯ এবং ২০২০ সালে আত্মহত্যার সংখ্যা কিছুটা হ্রাস পায়। বিশেষজ্ঞরা জানান, যুদ্ধের প্রাথমিক পর্যায় এবং প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়ায় এবং একে অপরকে সমর্থন করে। যার ফলে এ সময় আত্মহত্যার প্রবণতা কমে যায়।

প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, ২০২১ সালে আত্মহত্যার হার ৪ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে গত বছর আত্মহত্যা বৃদ্ধির হার ছিল ৩ শতাংশ।

সিডিসির তথ্য অনুযায়ী, আত্মহত্যাকারীদের মধ্যে ৭৯ শতাংশই পুরুষ।  

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব জাবিয়ের বেকেরা এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রের ১০ জনের মধ্যে ৯ জন নাগরিক বিশ্বাস করেন, দেশটি মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে। কেন তা হচ্ছে, সিডিসির আত্মহত্যা নিয়ে প্রকাশিত নতুন তথ্য তা তুলে ধরেছে।”

জাবিয়ের বেকেরা আরও বলেন, অনেক মানুষ এখনো বিশ্বাস করেন যে মানসিক স্বাস্থ্য নিয়ে সাহায্য চাওয়া হলো দুর্বলতার লক্ষণ।

Link copied!