ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনের নাগরিক ও গাজায় আটকে পড়া বিদেশিদের জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিশর। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর রাফাহ সীমান্ত বন্ধ করে দেয় মিশর।
রাফাহ সীমান্ত একটি নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে বলে জানান মিশরীয় কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে আহত ফিলিস্তিনি নাগরিক ও বিদেশি নাগরিকরা গাজা ত্যাগ করতে পারবেন।
এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস থেকে পাঠানো নাগরিকদের একটি তালিকা দেওয়া হবে। যাদের নাম এ তালিকায় থাকবে শুধু তারাই রাফাহ সীমান্ত অতিক্রম করে মিশরে যেতে পারবেন।
বুধবার সন্ধ্যায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রথম ভাগে প্রায় ১ হাজার আমেরিকান নাগরিক গাজা ত্যাগ করতে সক্ষম হন। আগামী দিনগুলোতে এ প্রক্রিয়া চলমান থাকবে। যতদ্রুত সম্ভব ও নিরাপদে আমেরিকান নাগরিকদের গাজা থেকে বের করে আনার চেষ্টা করা হবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানান, প্রায় ২০০ জন ব্রিটিশ নাগরিককে দেশে ফিরিয়ে আনা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিলো। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, “আগামী দিনগুলোতে ব্রিটিশ নাগরিকরা যাতে দেশে সহজেই দেশে ফিরেতে পারেন এবং সেজন্য সীমান্ত যাতে খোলা থাকে তা নিশ্চিত করতে মিশর ও ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।”