• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় ত্রাণসহায়তা পাঠানোর অনুমতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৯:৫৪ এএম
গাজায় ত্রাণসহায়তা পাঠানোর অনুমতি

অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছে মিশর। এ ক্রসিং দিয়ে ত্রাণবাহী ২০টি পর্যন্ত ট্রাক যেতে পারবে।

দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসির সঙ্গে কথা বলার পর বুধবার রাতে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইসরায়েল সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এ কথা জানান জো বাইডেন। তিনি বলেন, রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ২০ ট্রাক ত্রাণসহায়তা পাঠানোর ব্যাপারে রাজি হয়েছেন মিসরের প্রেসিডেন্ট সিসি। তবে হামাস যদি এসব ত্রাণ নেয়, তাহলে গাজায় ত্রাণসহায়তা পাঠানোর পথ বন্ধ হয়ে যাবে।

এর আগে গাজায় ত্রাণসহায়তা যেতে দিতে রাজি হয় ইসরায়েল। বাইডেন ইসরায়েল সফরে গিয়ে দেশটির নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরও রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ যেতে বাধা দেওয়া হবে না বলে জানায়।

গাজায় ত্রাণ পাঠানোর এখন একমাত্র পথ উপত্যকাটির দক্ষিণে অবস্থিত রাফাহ সীমান্ত। রাফাহ গাজার সর্ব দক্ষিণে অবস্থিত মিসরের সিনাই উপদ্বীপ–সংলগ্ন একটি সীমান্ত পথ। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ থাকলেও সেগুলো ইসরায়েল সীমান্তে এবং বর্তমানে পুরোপুরি বন্ধ।
 

Link copied!