• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ইসরায়েলকে থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান ফিলিস্তিনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ১১:০৭ এএম
ইসরায়েলকে থামাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান ফিলিস্তিনের
রিয়াদ মানসুর (ফাইল ছবি)

গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধ করতে বিশ্বনেতাদের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘের এক জরুরি বৈঠকে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এ উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।

জাতিসংঘের সাধারণ পরিষদে কূটনীতিকদের উদ্দেশে মানসুর বলেন, “ইসরায়েল গাজার ৪০ শতাংশের বেশি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, যা জাতিসংঘ চলতি সপ্তাহের শুরুর দিকে বলেছিল। এতে গাজার বাসিন্দারা গৃহহীন হচ্ছেন। গাজার বাসিন্দাদের অন্যত্র ‘জোরপূর্বক স্থানান্তরের’ চেষ্টা ইসরায়েল করছে।”

এদিকে বৃহস্পতিবারও গাজার দক্ষিণে খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ২৪ ঘণ্টায় হামাসের ২০৫টি স্থাপনায় হামলা চালিয়েছে তাদের যুদ্ধবিমানগুলো।

Link copied!