• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ১১:১০ এএম
গাজায় ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ৩ লাখ ৫২ হাজার  লোক মধ্য ও দক্ষিণ গাজায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় চাইছে।

জাতিসংঘ বলছে, ইউএনডব্লিউআরএ পরিচালিত স্কুলের অবস্থা ক্রমবর্ধমানভাবে ভয়াবহ হয়ে উঠছে।

এই স্কুলগুলোর মধ্যে একটি মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবির, যেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকালের দিকে ইসরায়েলি বিমান হামলার সময় আঘাতপ্রাপ্ত হয় এই শরণার্থী শিবির। এতে অন্তত ৬ জন নিহত হন।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ সংঘাতে দুই পক্ষের চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর মাঝে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপতালে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!