• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

মস্কোগামী উড়োজাহাজ ভেঙে পড়ল আফগানিস্তানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ০২:১৮ পিএম
মস্কোগামী উড়োজাহাজ ভেঙে পড়ল আফগানিস্তানে
বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ আফগানিস্তানের বদখসান প্রদেশে ভেঙে পড়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। এখনও হতাহতের কোনো খবর মেলেনি।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান উড়োজাহাজটিতে ৬ জন যাত্রী ছিলেন।

এদিকে রাশিয়ান এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি চার্টার অ্যাম্বুলেন্স ছিল, যেটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল।

এর আগে আফগানিস্তানের প্রশাসনের একটি সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ভারতের ছিল। পরে অবশ্য ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, এটি ভারতীয় বিমান নয়।

বদখসান প্রদেশের তথ্য দপ্তরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, “বিমান ভেঙে পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠিয়েছি। তারা এখনও পৌঁছয়নি।”

Link copied!