• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পাকিস্তানের বিমান ভারতের ঢুকতে পারবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৯:১২ এএম
পাকিস্তানের বিমান ভারতের ঢুকতে পারবে না
ছবি: সংগৃহীত

পাকিস্তান আগেই সিদ্ধান্ত নিয়েছিল, ভারতের বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এবারও ভারতও জানিয়ে দিয়েছে, পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আপাতত আগামী ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তারপর আবার তা খতিয়ে দেখা হবে। পাকিস্তানে নথিভুক্ত সামরিক, বেসামরিক কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না।

পাকিস্তানের বিমানকে কুয়ালালামপুরের মতো শহরে যেতে হলে এখন চীন হয়ে যেতে হবে। তাতে তাদের বাড়তি সময় ও জ্বালানি লাগবে।

ভারত থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানগুলি একই অসুবিধায় পড়ছে। ৬০০টি বিমানকে ঘুরে যেতে হচ্ছে। ফলে ভারতীয় বিমানসংস্থাগুলিকে সপ্তাহে ৭৭ কোটি বেশি খরচ করতে হচ্ছে।

Link copied!