• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘এনসিপির ব্যানারে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে আওয়ামী পন্থীরা’


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৪:২১ পিএম
‘এনসিপির ব্যানারে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে আওয়ামী পন্থীরা’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে আওয়ামী লীগপন্থী একটি চক্র মোংলা বন্দরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন মোংলা পৌর শ্রমিক দলের নেতারা।

বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক পথসভায় নেতারা এমন অভিযোগ করেন।

এর আগে মোংলা পৌর শ্রমিক দলের উদ্যোগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে এসে শেষ হয়।

সভায় নেতারা অভিযোগ করে বলেন, “গত ২৯ এপ্রিল এনসিপির ব্যানারে আওয়ামী লীগের দোসর সুবিধাবাদী মাদকসেবী তিতুমীর মোংলা শ্রমিক সংঘ চত্বরে শ্রমিক দলের এক প্রস্তুতিমূলক সভায় পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে শ্রমিক দলের অন্তত এক ডজন নেতাকর্মী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

নেতারা বলেন, “হামলার পর উল্টো এনসিপির পক্ষ থেকে ঢাকায় গিয়ে শ্রমিক দল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এবং বিক্ষোভ মিছিলও করা হয়েছে। ওই মিছিলে নিষিদ্ধ সংগঠন মোংলার ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে, যা অত্যন্ত দুঃখজনক।“

তারা আরও বলেন, “এনসিপির ওই মিছিল থেকেই দাবি করা হয়েছে যে, হামলার ঘটনায় তাদের তিনজন কর্মী অপহৃত হয়েছেন। অথচ এ বিষয়ে দেশের কোনো মিডিয়া বা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। তারা বলছে তিনজন অপহৃত, কিন্তু বাস্তবে যাদের নাম বলছে, তারা সবাই মোংলায় নতুন জামা-কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে।”

মোংলা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “মোংলায় এনসিপি দলের ভেতরে কোকিল ঢুকে পড়েছে। কোথা থেকে এসেছে এতগুলি কোকিল, কতটি ডিম পেড়েছে—গুনে দেখুন। না হলে অশান্তির দায় আপনাদেরই নিতে হবে।”

Link copied!