নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মিমকে (৩৩) গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত কার্যক্রম শেষে আসামিকে আদালত সোপর্দ করা হবে।”