চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানা যায়, আগুনে রেস্তোরাঁটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনাকে গভীর সতর্কতামূলক শিক্ষা বলে মন্তব্য করেছেন। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি আগুন লাগার কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনে রেস্তোরাঁর সামনের অংশ জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে যাচ্ছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় চিকিৎসাকর্মীদের।
প্রদেশটির কমিউনিস্ট পার্টির প্রধান হাও পেং জানা, আগুন নিয়ন্ত্রণে ২২টি ফায়ার ট্রাক ও ৮৫ জন দমকলকর্মী অংশ নেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আশপাশের মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
চীনে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে চলতি এপ্রিল মাসে হেবেই প্রদেশের একটি বৃদ্ধনিবাসে আগুনে অন্তত ২০ জনের প্রাণহানি হয়।