• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পুলিশ দেখে দৌড়াতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৬:৫৭ পিএম
পুলিশ দেখে দৌড়াতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
কামাল হোসেন

পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন (৫৫) মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) রাতে নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল হোসেন রাসিকের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গত ৫ আগস্টের পর বিলুপ্ত পরিষদের একজন কাউন্সিলর ছিলেন তিনি।

জানা গেছে, কামাল হোসেন দাসপুকুর এলাকার বাসিন্দা ছিলেন। একসময় বিএনপি করতেন। বিএনপিতে তার পদপদবী ছিল। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তবে আওয়ামী লীগে তার কোনো পদ-পদবী ছিল না। তবে কামাল হোসেন রাসিকের ৩নং ওয়ার্ড থেকে একাধিকার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসীও সেটাই বলছেন।

কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, “বুধবার রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি, রাতে তিনি মারা গেছেন।”

ওসি বলেন, “রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট-অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।”

Link copied!