• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

করাচিসহ পাকিস্তানের যেসব এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৩:৫৯ পিএম
করাচিসহ পাকিস্তানের যেসব এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ
মোবাইল ব্যবহারকারী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের করাচিসহ সিন্ধ প্রদেশের বড় সব শহরে মোবাইল পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) পাকিস্তান সরকার জানিয়েছে, ইমাম হুসেইন (রা.)-এর চেহলাম উপলক্ষ্যে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান বলেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে করাচি, হায়দ্রাবাদ, লারখানা, সুক্কুর ও খাইরপুরে মোবাইল পরিষেবা বন্ধ থাকবে। এ সময় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।”

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভয়েস ও ডাটা সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বন্ধ থাকবে।

দুই দিন আগে প্রাদেশিক সরকার এই দিন উপলক্ষ্যে সব স্কুলে ছুটি ঘোষণা করে। এই সময়ে মোটরসাইকেলে চালক ছাড়া কেউ থাকতে পারবে না বলেও জানানো হয়েছে।

Link copied!