উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেই কর্মকর্তা জানান, দুই নেতা ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়া থেকে মস্কোকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। তবে বেঠকটি কোথায় হবে তা জানা যায়নি।
সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, কিম জং উন সম্ভবত তার সাঁজোয়া ট্রেনে করে রাশিয়া যাবেন।
এ তথ্য নিয়ে প্রচারিত সংবাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া ও রাশিয়া।
এর আগে, হোয়াইট হাউস জানিয়েছিল যে দুই দেশের মধ্যে অস্ত্র আলোচনা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হচ্ছে বলে তাদের কাছে নতুন তথ্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছিলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরের সময় পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে রাজি করানোর চেষ্টা করেছিলেন।
তখন জন কিরবি উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “আমরা ডিপিআরকে (উত্তর কোরিয়া) রাশিয়ার সঙ্গে তার অস্ত্র আলোচনা বন্ধ করার এবং পিয়ংইয়ং রাশিয়াকে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলার আহ্বান জানাই।”
এর আগে পুতিন ও কিম চিঠি বিনিময় করে তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।