• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

সরকারি চাকরি পাওয়া যুবককে অপহরণ, বন্দুক ঠেকিয়ে বিয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০৩:১৮ পিএম
সরকারি চাকরি পাওয়া যুবককে অপহরণ, বন্দুক ঠেকিয়ে বিয়ে
প্রতীকী ছবি (সংগৃহীত)

ভারতের বিহার রাজ্যের রেপুরা এলাকায় সরকারি স্কুলে চাকরি পাওয়ার পর গৌতম নামের এক যুবককে অপহরণ করা হয়। পরে মাথায় বন্দুক ঠেকিয়ে এক নারীর সঙ্গে ওই যুবকের বিয়ে দেওয়া হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রেনুয়ার একটি সরকারি স্কুলে চাকরি পান গৌতম। স্কুলে ক্লাস নেওয়ার সময় পাঁচ-ছয়জন জোর করে ঢুকে পড়েন। পরে তাকে মারধর করে অপহরণ করে।

অপহরণের পর রাজেশ রায় নামে এক ব্যক্তির বাড়িতে গৌতমকে রাখা হয়। ‘বিয়ে না করলে পরিণতি ভালো হবে না’ বলেও হুমকি দেন তাকে। গৌতম প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। মাথায় বন্দুক ঠেকিয়ে রাজেশ রায়ের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

এদিকে গৌতমের অপহরণের খবর শুনে তার পরিবার পুলিশের শরণাপন্ন হন। তার ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে উদ্ধার করা হয়। সেখানে তার নববিবাহিত স্ত্রীও ছিলেন।

এর আগে, ২০১৯ সালেও সরকারি চাকরি পাওয়া এক যুবককে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়া হয়। পরে মামলা করা হলে আদালত সেই বিয়েকে অবৈধ বলে জানান।
 

Link copied!