• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হামাসের গুলিতে ইসরায়েলের ব্রিগেড কমান্ডার নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ১০:৩০ এএম
হামাসের গুলিতে ইসরায়েলের ব্রিগেড কমান্ডার নিহত

হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

নিহত ব্রিগেড কমান্ডার হলেন লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ। তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর নাহাল ব্রিগেডের দায়িত্বে ছিলেন। শনিবার (৭ অক্টোবর) হামাস যোদ্ধাদের গুলিতে স্টেইনবার্গ নিহত হন।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বার্তায় স্টেইনবার্গের নিহত হওয়ার কথা জানিয়েছে। ওই বার্তায় বলা হয়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকার কাছে গুলিতে নিহত হয়েছেন নাহাল ব্রিগেডের কমান্ডার স্টেইনবার্গ। সেখানে নাহাল ব্রিগেডের সেনাদের সঙ্গে ইসরায়েলে ঢুকে পড়া হামাস সদস্যদের গোলাগুলি চলছিল। একপর্যায়ে হামাসের গুলিতে তিনি হন।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!