• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গাজা সিটি ঘিরে ফেলার দাবি ইসরায়েলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৯:৫৬ এএম
গাজা সিটি ঘিরে ফেলার দাবি ইসরায়েলের

হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা সিটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এ শহরকে হামাসের কেন্দ্র বিবেচনা করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকে তারা সেখানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ইসরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছে। 

দানিয়েল হাগারি আরও জানান, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির আলোচনায় যাবে না ইসরায়েল।

তিন সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইসরায়েলি স্থল অভিযান। ইসরায়েলি হামলা–অভিযানের মুখে গাজায় ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!