অবরুদ্ধ গাজাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। এখন এ অবরুদ্ধ গাজায় টানেল নেটওয়ার্কে থাকা হামাস সেনাদের খুঁজে তাদের নিষ্ক্রিয় করতে চায় ইসরায়েলি সেনারা। বুধবার (৮ নভেম্বর) তারা এ অভিযান চালাবে বলে জানিয়েছে রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজাকে ঘেরাও করে শহরের একবারে ভিতরের দিকে এগিয়ে গেছে। তবে তাদের হামাসের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইওয়াভ গুলান্ত বলেন, গাজায় থাকা সন্ত্রাসী সংগঠন হামাস, তাদের অবকাঠামো, তাদের সেনারা, তাদের বাঙ্কার ও যোগাযোগের রুমগুলো ইসরায়েলের একমাত্র লক্ষ্য।
ইসরায়েলি সেনাপ্রধানের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি বলেন, ইসরায়েলের যুদ্ধ প্রকৌশলীরা হামাসের তৈরি করা টানেলগুলোতে এক ধরণের বিস্ফোরক ব্যবহার করে যেগুলো গাজার কয়েকশ কিলোমিটার পর্যন্ত যায়।
এদিকে ইসরায়েলি সেনাদের করা অভিযানগুলো হামাসের কাছে থাকা বন্দীদের আরও বিপদের দিকে ঠেলে দিবে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। তাদের ধারণ, হামাস বন্দীদের এ টানেলের মধ্যে আটক করে রেখেছে।
ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, হামাস তাদের কাছে থাকা বন্দীদের মুক্তি না দিলে তারা যুদ্ধবিরতিতে যাবে না। এদিকে যুদ্ধবিরতি ছাড়াও হামাস বন্দীদের মুক্তি দিতে নারাজ।