২০০৬ সালে শোবিজে পথচলা শুরু সাদিয়া জাহান প্রভার। অভিনয় শুরু ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটক দিয়ে। এরপর অনেক নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে প্রভাকে। তবে দেখা যায়নি কোনো সিনেমায়।
এবার দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে এবার সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ দিয়েই হচ্ছে তার রুপালি পর্দায় অভিষেক।
এর আগে এক অনুষ্ঠানে প্রভা আক্ষেপ করেছিলেন, চলচ্চিত্রে তার ভাগ্য ভালো নয়। একাধিক সিনেমা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনোটিই শুটিং পর্যন্ত গড়ায়নি। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে তার।
‘দুই পয়সার মানুষ’ সিনেমায় একজন আইনের ছাত্রী হিসেবে দেখা যাবে প্রভাকে। অন্যদিকে ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে দেখা যাবে ‘নিরুপমা’ চরিত্রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসনির্ভর এ সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি।
প্রভা বলেন, ‘আমার যখন সিনেমায় কাজের অফার আসতে শুরু করে তখন আমার পড়াশুনা ছিল, বাসায় কেউ চায়নি আমি সিনেমা করি। পরিবারের একটা ভয় কাজ করতো যে সিনেমায় কাজ করলে পড়াশোনাটা শেষ হয়তো আমার হবে না। সে কারণেই এত দিন সিনেমায় কাজ করাটা হয়নি।’
এরপর অভিনেত্রী বলেন, ‘যখন আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে শুরু করি তখন কাজের অফার পাচ্ছিলাম কিন্তু আমি সিনেমার ভালো গল্প পাচ্ছিলাম না। আমি কেন্দ্রীক গল্প না পাওয়ার কারণেও সিনেমায় এত দিন কাজ করাটা হয়নি।’
সবশেষে প্রভা বলেন, ‘এই সময় এসে আমার মনে হয়েছে, আমি একজন অভিনয়শিল্পী। আমার অন্তত একটা সিনেমায় কাজ করা উচিত। ক্যারিয়ারে একটা সিনেমাও থাকবে না, এটা কেমন হয়! সেই সময় কাজের অফারটা পাই। তখন আমার মনে হয়েছে, এখন না করলে হয়তো আর কোন দিন সিনেমায় অভিনয়টা করাই হবে না।’
প্রসঙ্গত, ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় প্রভার বিপরীতে রয়েছেন এ বি এম সুমন। অন্যদিকে ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে মামনুন হাসান ইমনের বিপরীতে দেখা যাবে।