• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

লেবানন থেকে ইসরায়েলে হামলা শুরু হিজবুল্লাহর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০১:২২ পিএম
লেবানন থেকে ইসরায়েলে হামলা শুরু হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের দাবি, লেবাননের ওই এলাকা থেকে তাদের একটি সেনা স্থাপনা লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তারাও লেবাননে গোলাবর্ষণ করেছে। খবর আল-জাজিরার

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের যে জায়গা থেকে গুলি চালানো হয়েছিল, সেখানে আঘাত শুরু করেছেন ইসরায়েলি আর্টিলারি সেনারা।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের একটি ড্রোন লেবাননের সীমান্তবর্তী মাউন্ট ডভ এলাকায় ‘একটি হিজবুল্লাহ অবকাঠামোয়’ আঘাত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে তারা এ কথা বলে।

নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্রগুলো ভোরে ইসরায়েলের শেবা ফার্মের সামরিক স্থাপনায় আঘাত হানে।

এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, ‘রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে ব্যাপক আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরায়েলি স্থাপনায় হামলা করেছি।’

এর আগে গতকাল শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের সংগঠন হামাস।

আল-জাজিরার তথ্যমতে, হামাসের হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় কমপক্ষে ২৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেড় হাজারের বেশি আহত হয়েছেন।

Link copied!